স্বাধীন ভারত ........গাহি ভারতের জয়গান
জননী আমার ভারতবর্ষ (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


স্বাধীন ভারত! স্বাধীন ভারতে
সবাই স্বাধীন আজি,
দেশ গঠনের কার্য সম্পাদন
করতে সবাই রাজী।


এস এস সবে দৃপ্ত কলরবে
সবারে করি আহ্বান,
স্বদেশের তরে হাতে ধ্বজা ধরে
গাহিব সবাই গান।


জন গণ মন এক হয়ে যবে
কাজ করে একসাথে,
দেশের প্রগতি জাতির উন্নতি
হয় তার সাথে সাথে।


স্বা্ধীন ভারতে দেশবাসী সবে
স্বদেশের কাজ করো,
দেশ হিতে আজি জান রেখে বাজি
সোনার ভারত গড়ো।


স্বাধীন ভারতে জাতীয় পতাকা
উড়ে আজি ঘরে ঘরে,
বন্দে মাতরম জয়ধ্বনি দিয়ে
দেশ মাকে পূজা করে।