ভোরের আলো             মুছিয়ে দিলো
          আঁধার রাতের কালো,
প্রভাত রবি               ছড়িয়ে দিলো
         সকালে সোনালী আলো।


পূবের রবি              রাঙিয়ে দিলো
        ভোরের আকাশটাকে,
প্রভাত পাখি            উঠলো ডাকি
         সবুজ তরুর শাখে।


ফুল ফুটেছে            ফুলের বনে
        বাতাসে সৌরভ ভাসে,
মুক্তোর মতো          শিশির বিন্দু
        সোনালী আলোয় হাসে।


দিঘির জলে            মরাল ভাসে
       মরালী তার পাছে,
পাখিরা সব            করে কোলাহল
       পাড়ের গাছে গাছে।


আম কাঁঠাল              সুপারি তাল
        খেজুর গাছের সারি,
গাঁয়ের পথে             মন্থর গতি
        রোজ চলে গোরু গাড়ি।


অজয় নদীর             দুই কিনারে
        হেরি সরু বালি চর,
গাঁয়ের মাটি             সুখের ঘাঁটি
        সুখে থাকি নিরন্তর।


বাংলা কবিতা আসরের আমার অতি সুপরিচিত
দুই ঘনিষ্ঠ প্রিয়কবির আজ জন্মদিন।


1. মহাদেব মণ্ডল (কবি নতুন)
বর্তমান নিবাস (নতুন দিল্লী)
শার্পলাইন গ্রাফিক্স ডিজাইন-এ কর্মরত।
প্রিয় কবিকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে
আপনার জীবন ধন্য হয়ে উঠুক
এই শুভকামনা করি।


2. কাঞ্চন গঁরাই (আসানসোল)
শিক্ষকতা করেন। স্কুল জানা নেই।
কবিতা আসরে নবাগত নতুন কবির
শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে
আপনার জীবন ধন্য হয়ে উঠুক
এই শুভকামনা করি।