শ্রেণীসংগ্রামে কয়েকশো ডিম্বাণু - শুক্রাণুর মৃত্যুর পর ,
অসীম গর্বে ,বিজয় উত্সব করতে করতে দুটি হাত
এক হয়ে ক্রমে আরও ঘনিষ্ঠ হতে শুরু করে !বাঁধে সুখী গৃহকোণ;
সৃষ্টি হয় আপাত ঘুমন্ত স্বপ্ন- মাতৃ জঠরের নরম শয্যায় !
নাটোরের বনলতার সাথে হাঁটতে হাঁটতে একে একে
তারা এগিয়ে চলেছে - আরও এক উদ্যেশ্যে !
সকলে যে সকলের মত এক হবে তার কোন
অর্থ না থাকলেও , প্রাগৈতিহাসের দেহজ সংসারেরা
একই ভাবে রচনা করে সৃষ্টির অনিন্দ গভীর উল্লাস !
উষ্ণ জলে নড়বড়ে ওঠানামা নরম মাংসপিন্ডে ,
ক্রমান্বয়ে চাপে ধর্ম-অধর্মের অভেদ্য বস্ত্র বর্মের মত !
শুধু ভাবি , শুক্র আর কুসুমের - ধর্মটা ঠিক কি ছিল ?