আজ অনেক দিন পর
কতদিন....জানতে হলে
দিন পঞ্জিকা হাতে নিয়ে
মিলাতে হবে হিসেব।

কত দিন হলো গত
কত সহস্র বছর পর।

এ যেনো ধূমকেতু
কত হাজার বছর পর
পৃথিবীর পাশ দিয়ে
হয়তো পঞ্চাশ হাজার বছর ।

ধূমকেতু তুমি
কুসুম গরম ওম নিয়ে
এই শীতার্ত রাত
কিছু সময় থেকে
দিয়ে গেছো উস্নতা।

আমার বাগানে কত বছর পর
ফুটলো একটা.......
লাল জবাফুল ।