দিকে দিকে বাড়ে কেবল - ফ্ল্যাট গাড়ি বাড়ি
চাষ আবাদ কংক্রিট - কৃষি বেকার কর্মচারী ।

ধ্বংসের নামেই উন্নয়ন মুখ ঢেকে দেয় হানা
মাঠ ঘাট বিক্রি, হবে ভাই - কলের কারখানা !

রাস্তা করো নদী বুজিয়ে, বন ও বনানী কাটি
বিনাশ করে প্রকৃতির জলাশয়ে ফেলো মাটি ?

এদিক দ্যাখো জল বিনা মৃত মানুষেরই প্রাণ
বন্ধ করো জলাভূমি খ্যায়, - করছি আহ্বান !

বিশ্বব্যাপি রামসর দিবসে বাঁচতে চেলে তুমি
প্রকৃতির আঁচল - ওভাই মেরো না জলা ভূমি ।

মাটি যদি পাথর কর খাদ্য জল কোথা পাবে
কংক্রিটের এ সমাজে তবে কি ইট বালি খাবে ?


02.02.2020  02:20  AM