কখনো শহরের অলিগলি দিয়ে ছুটি
জনস্রোত ঠেলে পৌঁছে যায় আরো গভীর ভিড়ে
চারদিকে মানুষজন
কেনা বেচা কি যেন এক !
আমি বাড়ির পথ খুঁজতে যায় কিন্তু
সমস্ত রাস্তার বাঁকে হরেকরকম মেয়ে-মহিলা পুরুষ দল
কেও খুব সেজে কোলাহল করে
"বাবু খাটে, না চটে ?"
কেও আবার হাত ধরে টানাটানি করে আগন্তুক লোকের ।
শুনতে পাই দর দামের অঙ্ক
"দুইশ, পাঁচশ...."
আমি দিক ভ্রষ্ট যৌন পল্লিতে হারিয়ে গেছি
ফাঁকা পথে পালাতে গিয়ে দেখি
বিদেশী নারী দল, দর দামের অঙ্ক কিছুটা বেশি ।
একজন রমণী আমার হাত ধরে তার শরীরে চেপে ধরলো
আমি নির্বাক কাপুরুষ --- একি !
শুনতে পেলাম - "চলো, ভিতরে দারুণ মজা ।"
আমি তার শরীরের দিকে চেয়ে দেখি ---
''হাতে শাখা পলা,
কালশিটে চোখ আর লিকলিকে পেট ।''


22.12.2019  11:33 PM