আমার বয়স এখন পচাত্তর
জীবন মৃত্যুর পথে,
চপ্পল আমি সর্বদাই পরেছি
শিশু বয়স হ'তে !

কিটো ফিটো থাকলেও অনেক
চপ্পলের জুড়ি নাই,
হাওয়ায় চপ্পল সবার প্রিয়
এটা অজান্তা গো ভাই !

যেখানেই ঘুরি পাড়ায় পাড়ায়
কিবা দেশের বাইরে,
অজান্তা আমার পায়েই থাকে
এক জোড়া ব্যাগে ভাইরে !

সমস্ত জীবন এভাবেই কাটাবো
অজান্তা দিয়েছে ভালোবাসা,
নীল,সাদা এই চপ্পল খানা
মডেল খানা খাসা !

সেই কিনেছিলাম শিশুকালে
সাইজ নম্বর নয়,
মাত্র দশ টাকার বিনিময়ে
এ হাওয়ায় চপ্পল দ্বয় !

এখোনো ছেঁড়েনি ভালই আছে
অজান্তা অক্ষয়,
এখন এটি একটু ছোট
তবুও পায়েতে হয় !

সূচনা থেকে এখোনো পর্যন্ত
ভালোই কাটছে দিন,
বয়স হয়েছে আমার তবু
চপ্পল হয়নি গো মলিন !

আরও একটি জীবন চলবে
আছে এই আশা,
ফ্যান্সি আমার চপ্পল খানা
মডেল খানা খাসা !