মানুষ বড় নিরুপায় আজ পরেছে উভয় সংকটে
একদিকে মরণের ভয় ---
আর অন্যদিকে বেঁচে থাকার লড়াই
জীবন দুয়ারে খটখটে ।

তবুও এ জীবনের যুদ্ধ শেষের সন্ধ্যা বেলায় একদিন
মাখবো আতোর আমরা সবাই,
গভীর সুখের সাথে ।
আজ হোক না, যত রক্ত ক্ষরণ হবার কিবা
হোক না স্বপ্ন ভঙ্গ প্রতি রাতে ।

শুকনো মুখে যদিও ভুগি রক্তাল্পতায় তবুও
লড়ছি ভীষণ আজো কোনো মতে,
জানি এ কঠিন দিন পেরোবেই একদিন
সেদিন মহানন্দে ছুটবো আমরা কালের ঐ বিজয় রথে ।।