এই দ্যাখো চাঁদ মেখেছি গায়ে
চিলেকোঠার ছাদে ঝরা পলাশের রঙ বুকে নিয়ে ।
ও কি ! রিমঝিম বৃষ্টির মত
তারা খসে পরে বুঝি ?

আমায় ভিজিয়ে দিতে
তুমি সাদা জ্যোৎস্নার আঁচলে, জোনাকী ছড়াও নাকি !

ফিঙে পাখির বেশে, তুমি এলে বুঝি কলকাকলিতে ডাকতে আমায়
হিমেল হাওয়া হয়ে ছুঁয়ে দিওনা আর
আমার তন্দ্রা ছুটে যাবে ।

রাত নিঝুম, বকুল তলায়
স্বপ্ন ঝরা পাতা হয়ে উড়ে গেলো কোই ?

এই তো ঘুম বসন্ত সেজেছে, আমার চোখের কোলে ।।


10.03.2020  11:58 AM