আমার জন্মভূমি স্রষ্টার হাতে গড়া এক স্বপ্নপুরী।
হেথায় মানুষ থাকে, বড় নির্ভয়ে, নির্ভাবনায়,  
দুরান্ত দূর্বার, কর্মময় আর গতিময়তায়,
সদালাপী, সরলতা আর মায়াময়তায়,
যেন মানুষের অর্জিত এক জন্মগত অধিকার।


আমার জন্মভূমি স্রষ্টার হাতে গড়া এক স্বপ্নপুরী।
স্রষ্টার বর্ষিত করুণা ধারা, হেথা বহে অবিরত  
গগনে, পবনে, পাতালে কিংবা লোকালয়ে,
কর্মময় ফসলের মাঠে, আর নিভৃত অরন্যালোকে,
বনে-বাদারে, পথে-ঘাটে, হাটে-বাজারে
কিংবা জলা ভূমে অথবা সমুদ্র তটে।


আমার জন্মভূমি স্রষ্টার হাতে গড়া এক স্বপ্নপুরী।
আমার জন্মভুমে শ্রমিকের শ্রমে গড়ে মহাসম্পদ,
আর দেশ গড়ে প্রবাসির তিলে তিলে অর্জিত মুদ্রায়,
কৃষকের হাত হেথা যেন, এক নিখুত শিল্পীর
শিল্পময় সফলতাই ভরা, স্বপ্নিল কারিগরী হাত,
সকাল সন্ধ্যা তারা অবিরত গড়ে তুলে,
ফসলের মাঠে শিল্পের এক মহা সমাহার,
দিনে দিনে তা বেড়ে উঠে, আরো রূপময়তায়,
স্রষ্টার কৃপায় তা পূর্ণতা পায়, ফুল ও ফলে ভরে।


আমার জন্মভূমি স্রষ্টার হাতে গড়া এক স্বপ্নপুরী।
স্রষ্টার কৃপায় পাওয়া সেই পূর্ণতার স্বারক,
হয়ে উঠে শিল্পীর জীবন ও জীবিকার বাহন।
এভাবেই স্রষ্টা তার সৃষ্টির মাঝে ছড়িয়ে দেয়,
সফলতা আর কৃতকার্যের আবেগময়তা,  
পরিশ্রমে প্রাপ্তির এক অনাবিল আনন্দময়তা,
গড়ে উঠে সৃষ্টি ও স্রষ্টার মাঝে অলঙ্ঘনীয়
বশ্যতা, আর ভালবাসার এক নিবীড় ঐক্যতান।