অশ্রুবারি মূল্যহীন করিলা '
যেন সবি ম্লান,
মূর্খের ক্ষতিই যেন প্রফুল্ল,
তা ই সুবাসিত ঘ্রাণ!
এ ভূমিষ্ঠ দেহ চাপা পড়িবার আগে খুঁজিবে,
যাহার নিজের বলিতে যাহা ছিল '
তাহা যেন সাজিবে!
যাহা হউক সুখ কেবল তোমারই!
প্রতিপালক আপনি তাহাকে শক্তি দিন,
এ মুর্খের যন্ত্রণা বোঝার!
সত্যি কেন থাকিবে মিলে,
মিথ্যার মুখোশ যাক না খুলে।
এ ব্যাধিতে মরে সুখ নাহি পাবো,
উদ্বৃত্ত মাটির পুতুল নিথর হয়ে রবো।
যে নকশা হৃদয়ে এঁকেছি দিক খুঁজে দাও,
অতঃপর দেখোনা তুমি মোর থেকে কি পাও!