নৈকট্য আধার উদ্ভাসিত হবেই হবে
সবুজ বৃক্ষের পাতার ধুলো ধরণীর কান্নায় মুছে যাবে!
একদিন তো শিশিরে ভিজবে মাকড়সার জাল
তৃণলতা নিজ হাতে জড়াই রাখবে কাল।
হয়তোবা পাবেনা খুঁজে সেই ছায়া,
যাহাকে করিনি কো কেহ মায়া!
দেখেছি সেই তোমাকে
গন্ধহীন জবা সুবাস ছাড়িল,
ঝিনুকের ভিতর মুক্তা জন্মিলো,
ময়ূর যেন পাখা মেলিল,
হাওয়া নিজের দিক ভুলিল!
ওহে অনিবার নহে এ প্রেম
সর্বজন না জানুক আমার ক্ষেম।
নির্বোধের ক্ষতিই যদি মিলায় সুখ
ধেয়ে আসুক সে মেঘ পুড়াক না মোরে
ছিঁড়ুক সে শিকল তবুও যেন ছাড়ে!