অন্তিম কাল হইতে দেখিলাম তোমায়
কৃষ্ণচূড়া ঝরিল অঝোরে,
প্রেমের প্রদীপ বাতাসে তাল মিলাইতে চাহিলো!
দিগন্তের প্রান্তর থেকে ডাক আসিল।
সর্বোপরি তুমি অক্ষম নহ
সুখের তালাসে কেহ নয় পরাজায়!
তোমা হতে যদি পাই পাথর বাধা হৃদয়
তাহাই  বাধিবে আমায়,
তাহাই কবিরে জয়,
আমিতো পারিব সে সুখ বক্ষে লইয়া মিশতে।
আধারে মেলিয়া রাখিব দু-হাত,
চক্ষু বুজিয়া টানিব বুকে
হয়তোবা হাত শুন্যই থাকিবে
অনুভব যদি থাকে অন্তরে,
শূন্য সেই হাত বার বার আমায় কহিবে
কৃষ্ণচূড়াই তোরে মারিবে!