যাতায় পিষ্ট শস্য যেমন ভুলতে থাকে রূপ,
বিস্তীর্ণ মরূদ্যান যেন স্মরণে মরে ' খোঁজে বৃক্ষের সুখ!
অজস্র স্বাদ যেন না পাই এ মন
করিব অবরোধ - ছিঁড়িব সত্য,
সংবরণ হবে অনীহা-ব্যাকুল হবে পণ।
ভালোবাসা কখনোই আঘাত করেনা!
নিঃসঙ্গ হয়েছি তাতে কি?
তোমার সামান্য তম সৃতি যদি বেষ্টন করে অন্তর,
জানিনা কৃত জয় করতে পারে কি!
যদি ভাবো মোহ মায়া, তাই যদি হয়..
হৃদয়ে কেনো আঘাত হানিবে যা আমার সয়?
কিঞ্চিৎ মায়া যদি থাকে ' কেনো আমার নয়!
ভাসতে সুখী দুখে’র  সাগরে ঠাই আমি পায়।
মরণ ব্যাধি মৃত্যু দেয় -তুমিও দিলে তাই?
আকাশ যেন ধূসর মেঘে 'সেজে আছে চেয়ে
স্নিগ্ধ যদি হবে রঙিন স্বপ্ন ' নাও মোরে নিয়ে!
বটের ঝুরি স্বপ্ন দেখেছে ' পূরণ কি তা হবে?
শুকনো পাতার মড় মড়ে ভাব ভিজলে তবে থামে।
বসন্তের কোকিল যেমন সুখের গগনে ওড়ে,
ভালবাসার যাত্রা যেন তারই পানে চেয়ে!
শিমুল তুলা ভেসে চলেছে মাটির পানে চেয়ে,
উদ্দেশ্যে যদিও পূরণ হবে ' তীর্থ যাত্রা র শেষে।
কেটে যাবে পলক, চলে যাবে ক্ষণ, রয়ে যায় নিমেষ!
যাত্রা যদি কালের'ই হয় ' যাবো আমি মিশে,
পাই যদি তার ছায়া দুঃখ যাবে ঘুচে।
হেরি নাই তারে ' তবুও যদি আসে,
মেঘ যেন গর্জন দিয়ে সে ই যেন হাসে।
যদি বলো করিব শপথ,
ক্ষণিকের কুয়াশার মতো অস্পষ্ট হবে জগৎ।
ঘাতে জর্জরিত হৃদয় চিনতে যদি পারে,
পলক যদি অপলক'ই হয় অশ্রু একটু ঝরে!