গোলাপ যতই সুন্দর হোক থাকে তাতে কাটা,
তাই বলে কেউ গোলাপ ফেলে নিতে চাইবে গাঁদা?
চাঁদ বলে চেয়ে দেখ আমাকে দুঃখ আছে ঘিরে,
মানুষ যদিও তার পানে চেয়ে সুখের দিশাই ওড়ে!


দুঃখের তরি যাক ভেসে যাক আছে কি তার মানে,
সকল দুঃখ মুছে যাবে যে তোমার ছোঁয়া পেলে।
অশ্রুতে আমার নদ হয়ে যাক দেবোনা কভু ধরা,
দেবোনা কখনোই গলতে কাজল তোমার হৃদয় ছাড়া।


আকাশে মেঘ উড়ে চলেছে ঠিকানা সেকি জানে?
বৃষ্টির ফোটা বুঝে ফেলেছে উড়ার যে কি মানে!
হৃদয়টা যেন তোমার দখলে ' স্পন্দন ও তা জানে,
তোমার হৃদয় বুঝলোনা কেবল ভালোবাসার মানে।


বাবুই পাখি ঘর বুনেছে প্রবল ইচ্ছার তরে,
বুঝতো যদি হৃদয়ের কথা পড়তোনা তা ঝরে!
ভালোবেসে দেখো আমায় সুখের নেশা পাবে,
ভালোবাসতে যদি না-ই পারি পরান কেনো মরে।