এত শীত কেন কাঁচ ঘরে!
অনুভূতি ঝুলে পড়ে আছে
এখানে জীবনের শুকনো ডালপালা-
প্রতিদিন আয়োজন করে রোদ পোহায়।


স্বচ্ছ সুন্দর টলমলে শব্দ
এখানে কাঁথামুড়ি দিয়ে উনুন জ্বালে
ধোঁয়াটে হাসিগুলো মিলিয়ে যায় ধীরে
অনন্ত আমি ফিরে যাই আপেক্ষিক কাঁচঘরে ।