অন্ধকার করে কুয়াশা ঝড়লে !
নীল শাড়ি পরব সেদিন
সবথেকে বড় লাল টিপ টা পরব কপালে
হাতে থাকবে এন্টিকের চিকন একটা চুড়ি
আঁচল ছড়িয়ে হাঁটবো কোন এক মেঠো পথ ধরে
কি ভাবছো !
দৃশ্যে এখনো তোমার এন্ট্রি নেই ?
হুম,তুমিতো আছোই
চুপিচুপি পিছু নিবে আমার-
আমায় না জানিয়ে ।
গায়ে থাকবে হলুদ রংয়ের পাঞ্জাবী
হাতে থাকবে আমার প্রিয় কবির কবিতার বইটা
একা হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে যাবে
সারপ্রাইজের ভূতটাকে  নির্বাসন দিবে তখন
দৌড়ে এসে ধরবে আমার হাত
বলবে,অবাক হওনি!
আমি বলব,মোটেও না । আমি জানতাম তুমি আসবে!
এরপর,নিরব কিছুক্ষণ
বসব একটা চা’ স্টলে
তুমি শোনাবে আমায় নির্মলেন্দু গুণের প্রিয় কবিতাটা
চোখ ভারী হয়ে উঠবে কুয়াশায়
বন্ধ চোখে প্রাণ খুলে নিব কুয়াশা পোড়ার গন্ধ !