যে রাত তোমার বুকে শশ্মান ডাকে
যে রাত তোমায় উবু করে বরষার ঢলে
যে রাত তোমায় ঢিল ছুড়ে ঝিমুনি ভাঙায়
যে রাত তোমায় ঘড়ির টিকটিক ক্রমাগত শোনায়
যে রাত তোমায় একাকিত্বের ছাঁচে ঢেলে দেয়
যে রাত তোমার ভিতরে প্রবেশ করায় উদ্দেশ্যহীন মায়া
যে রাত তোমায় গুণতে শিখায় হৃদস্পন্দের অনুকার শব্দ !
সেই রাত প্রদাহে আমিও ভুগি
অনুকার শব্দে জ্বলন্ত হই
মায়ায় সংক্রমিত হই
শশ্মান হয়ে পড়ি সদৃশ্য ভালবাসায় ।