তোমাকে পাবার জন্য সে কি অনিচ্ছা আমার, সদলবলে আমার পরিবার ও আমি সে কি ক্রুসেড।। আজীবন লালিত আমার কুমারত্ব যেন এক পাগলীনির খামখেয়ালী ধুলী ঝরে
বীলিন এ দুরন্ত শহরে।।


তুমি! অথচ এই তুমিই আজ আমার অন্তরালে বিপাকীয় সমগ্র প্রক্রিয়ায়
মিলেমিশে থাকা অস্থির এক প্রভাবক।।
তোমার কাছে আজ আমার অনেক সময়, ভুলে যাওয়া সময়ের কাছে এ পরাজয়ে সাবলীল আনন্দ আজ, ধমনীর গভীরে, শুনতে কি পাও?