কি অভিমান! তার সাথে এই বিবাগী রাতে!
অল্প হলো ছিন্ন বাসনা
ভাটি ফুল তাই বিদ্রোহ মুডে
করবীর আরাধনা।
যে নদীতে ভরা তার যৌবন
শুকিয়ে যে সে আজ কাঠবকুল।
এ সবুজ আমার সাথে কি আছে
ফুরাল সবই শুধু তাকে ভালবেসে।
ছয় মাস আনন্দ আর ছয় দিন বিরহের রসায়ন।
অবশ জীবনের কখনও হয়
ছন্দ পতন। চেয়ে থাকা দিনগুলো
কতটা নির্বিকার। কে কার নিয়ে ভাবে?
এ স্বার্থপর সূর্যের দেশে।
কিছুটা সময় ধার নিব আমি
নিঃসঙ্গতার কাছে।
হাটব তারই হাত ধরে আজ
দোয়েল ঘুঘুর পথ ধরে
শব্দহীনের কাছে।
কি যাতনা আমার সুখি করেছে
করেছে আমায়
বিষ রঙ্গিন!  
শব্দের কাছে তাই বিবাগী
তার কাছে হায় পরাধীন।।