জীবন মানে কিছু ঘটনার স্রোতে
কিছু নিশ্চয়তা বা অনিশ্চয়তা
কিছু পরম্পরতার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া
বা কুয়াশার মতো পরিবেশে
হঠাৎ নিজেকে আবিষ্কার করা


কঠিন বাস্তব, বাস্তবে সফলতা বা অসফলতা হারিয়ে যায়
বন্ধুত্যের মানে বা প্রতিক কে খুঁজে নিতে বড় কষ্ট হয়
যখন কাছের কেউ বন্ধু হঠাৎ করে অন্য বন্ধুকে
উপেখ্যা করে তাচ্ছিল্যের সাথে
তাকে রুর সমাজে নগ্ন করতে চায়
অন্য বন্ধুর অসফলতাকে মেলে ধরে


তার আত্ম মর্যাদার তাচ্ছিল্যের মহিমা রাঙ্গিয়ে দেয় তাকে
তার মুখ রাঙ্গিয়ে তোলে রামধনুর মতো
আবার কন বন্ধু কন প্রাণীকে দেখিয়ে
তার সাথে তুলনা টেনে উপহাস করে
এটাই কি বন্ধুত্য
না বন্ধুত্যের নতুন সঙ্গা?
ধিক্কার বন্ধু, ধিক্কার.........