প্রেম বিরহ ভালোলাগা
এই কতগুলি শব্দ জীবনের সংজ্ঞাকে অর্থবহ করে তোলে
কিছু প্রেম উল্লাস সৃষ্টি করে
কিছু করে আশাহত
আবার কিছু শরতের মেঘের আনাগোনার মতো আসে যায়
কিছু প্রেম দেয় শুধু বিশ্বাসঘাতকতা
আবার কিছু প্রেমের মধ্যে জিবনের মানে খুঁজে পাওয়া যায়
কিছু প্রেম বেঁচে থাকে আধপোড়া প্রদীপের সলতের মতো


বিরহ, সে তো জীবনকে আলাদা পথ দেখায়
জীবনকে পুরিয়ে নতুন জীবনী শক্তি প্রদান করে
যা তাকে নতুনত্যের আস্বাদন দেয়
ক্ষার বা অ্যাসিড সত্যি করে কি
তা সে চিন্তে পারে
কালবৈশাখীর মেঘ যেমন সরে গিয়ে
মেঘমুক্ত মলিন আকাশ তৈরি করে
তেমন বিরহ রূপী ভালবাসার ঘোরালো মেঘ সরে গিয়ে
জীবন কে দৃঢ় ও সুন্দর করে তোলে


আর ভালোলাগা!
সেতো একটা জীবনে ছলার পথে
যেন এক শীতল দমকা হাওয়া
সেতো একটানা জীবনের বুকে এক ভিন্নতার রূপ মাত্র......