তুমি এতো ভালো কেন ?
কেন তোমার মন এতো পরিষ্কার ?
তোমার বুকে লুকিয়ে থাকতাম
যদি থাকতো হৃদয়ে অন্ধকার ।
স্নেহ ভরা সুন্দর বাহু দুটি
রাখ যদি কারো মাথায়
মানব জীবন ধন্য হবে
যদি থাকে তোমার আচঁল ছায়ায় ।
চোখ দুটি তোমার এতো গভীর
যেন দীর্ঘির জলে সদ্য ফুটা পদ্ম
কেউ যাতে লুকাতে না পারে
গুছিয়ে রেখো নিজের মত ।
তোমার ঐ রাঙ্গা চরন
বুকে ধরে রাখতে চাই
সাধনা করে করে ক্লান্ত আজ
বলো না এই চরন কজন পায় ?
তোমার হৃদয় এতো স্বচ্ছ বলে
ভয় হয় তোমার মাঝে লুকাতে
এতো গভীর হৃদয় তোমার
যদি হারিয়ে ফেলি নিজেকে ।
তুমি মাতৃরূপী, শক্তিরূপী,
জগত ভোলানো, প্রেমময়ী নাড়ি
তোমার অপেক্ষায় বসে আছি
হাজার বছর ধরি ।