নদীর গভীরতা নেই বলে নদী থাকবে না তা ভাবা ভুল,
হয়তো থাকবে না পাল তোলা নৌকা,
জল ভাসাতে পারবে না দু কূল।
নদীতে জল থাকবে না বলে নদীকে চিনবে না এটা ভুল,
হয়তো শরৎ কালে আর ফুটবে না কাঁশ ফুল।
নদীর বুকে চর জাগা দেখে মানুষ হয় আনন্দিত,
কেউ জানে না, কেউ বুঝে না এটা জমে থাকা নদীর কষ্ট।
নদীর যখন ভরা মৌসুমে উথালীয়া উঠে ঢেউ,
তার এই ভরা যৌবন বাঁধতে পারে না কেউ।
চৈত্রের খর তাপে বালু কনা বাতাসে উড়ে প্রানহীন নদী,
প্রহর গুনে অপেক্ষা করে আবার যৌবন আসে যদি।
শুখিয়ে যাওয়া নদী বুকে মানুষের দেওয়া কষ্ট,
ভুলে যায় নতুন প্রানে মানুষকে করে তুষ্ট।
মানুষ ঠিক নদীর মত শত কষ্ট পেয়ে,
হাসি মুখে জীবন গড়ে কষ্ট বুকে পোষে।
থামবে না জীবন কারও যায় না কিছু ভোলা,
মাঝে মাঝে কষ্ট আনন্দ মনে মধ্যে দেয় দোলা।
বছরে পর বছর ধরে চলেছে নদীর হারানোর পাবার খেলা,
হয়তো নদী সব বিলিয়ে নিজেই যাবে মারা।