ও মাইয়ারে , মা বাবরে
মায়া গরি আর ধরি ন রাখিস
সময় হইলে যন পরিব
পরর মা বাপ আপন অইব
মনত রাখিস
মাইয়া বেশি ন ডাকিস।


বাবর ঘরত কত আদর
মা ভইন ভাই বেরাদর
ফালাইয়েরে যন পরিব
খেয়াল রাখিস।
মাইয়া বেশি ন ডাকিস।


যেদিন বিয়ার ফুল ফুটিব
জামাই তোরে নিতো আইব
মা বাবেও ছাড়ি দিব
আর ন কান্দিস।
মাইয়া বেশি ন ডাকিস।


কবিতাটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লিখা।
অনুবাদঃ ও মেয়ে! তুই মা বাবাকে মায়া করে আর ধরে রাখিস না। সময় হলে যেতে হবে। পরের মা বাপ আপন হবে। মনে রাখিস। মেয়ে বেশি ডাকিস না। বাবার ঘরের অনেক আদর, মা, বোন, ভাই, স্বজনকে ফেলে চলে যেতে হবে তা খেয়াল রাখিস।মেয়ে বেশি ডাকিস না। যেদিন বিয়ের ফুল ফুটবে, জামাই তোকে নিতে আসবে, মা বাবাও ছেড়ে দিবে আর কান্দিস না।মেয়ে বেশি ডাকিস না।