আমরা জানি কি
আমাদের খাবার কী?
কেন আমরা খাই?
আমাদের আশেপাশে
যদি তাকাই
তবে দেখতে পাই
প্রতিটি প্রাণী কিছু নির্দিষ্ট খাদ্য খায়।
যেমন গরু ঘাস খায়।
হাতি কলাগাছ খায়।
কোনদিন কেউ কি শুনেছেন?
এদের ভিটামিনের অভাব
প্রোটিনের অভাব।
কোন চুলায় তারা এসব রান্না করে?
কোন হাসপাতালে কে ওদের চিকিৎসা করে?
মাছেরা কি কখনো ডাঙায়
খাবার খেতে এসেছে?
পাহাড়ের কোন প্রাণী
করেছে কি খাবার আমদানী
অন্য কোন পাহাড় থেকে?
তবে কেন আমাদের আনতে হয়
আপেল সুদুর অষ্ট্রেলিয়া থেকে
কেন দিতে হয় ফরমালিন
ক্ষতিকর সেকারিন
মিষ্টিতে দিতে হয় টিস্যু পেপার
চালে, ডালে মেশাতে হয় পাথর
মরিচের গুড়ার বদলে ইটের গুড়া?
বিষাক্ত খাবারে অসুস্থ হয়ে পড়ছে
অসংখ্য অসহায় মানুষ
তাই সময় এসেছে
খুঁজতে হবে
আমাদের প্রকৃত খাবার কী?