বড় ব্যথা অন্তরে,
যখন মনে পড়ে
ক্ষুদ্র মৌমাছির কথা;
কী যে কষ্ট করে
মধু সংগ্রহ করে
ভরে তোলে মৌচাক তার।


অনাগত অভাবের জন্য
সঞ্চয় করে সে খাদ্য,
স্বভাবে সে যে অনন্য
হয় না প্রকৃতির অবাধ্য।


মধুচোর এমনি জঘন্য
কেড়ে নেয় তার সেই সঞ্চয়,
মধু পেয়ে আমি হই ধন্য
বুঝি না এযে মোর পরাজয়।


অপরের দ্রব্য লুণ্ঠন
শাস্তির যোগ্য অপরাধ
ধিক তারে যে হরে পরধন
সেই জন নররূপী জল্লাদ।