এ ঘুম যেন ভাঙবেনা আর
           দুনিয়া হবে অন্ধকার
নীভবে  যেদিন মনের বাতি||


দূর গগনের শূন্য কোণে
    কালের চাকা ঘুরছে ক্ষনে
আছে কি সেথা কোনো সাথি||


কেই বা জানে  কেই বা চেনে
          কি আছে ঐ দূর গগনে
বন্ধ যখন দুই আঁখি||

নিথর দেহ   রাখেনা কেহ
    বিলিন হয় প্রাণ পাখি||


কোন শিকলে    বাঁধলো ছলে
   পড়ল মাথা কার আঁচলে
       জীবন নিরঝুম||


স্বপ্ন গুলো   নিভিয়ে গেল
   মনের বাতি আকাশ ছুঁলো
চক্ষু দিয়ে নামল মরণ ঘুম||