ক্ষুধার জ্বালায় কেউ মরে যায়
            কেউ খায় ভুঁড়ি ভুঁড়ি|
কারো আছে খাবার পাহাড়
       আর কেউ করে তাই চুরি|
অন্ন দাতার কি পরিহাস
         দেখে হয়েছি ধন্য!!
ভরা পেটে খাবার ঢালে
         আর গরীব হারায় অন্ন||
ক্ষুধার জ্বালায় দিন কেটে যায়
            আসে নতুন সাল|
তবু তাদের চোখে অশ্রু ঝরে
          শূন্য খাবার থাল||
চোখের জলের দাম নেই গো
           শ্রেয় তাদের মরাই!
ক্ষুধার জ্বালার কি বাঁচা যায়
               হয় কি কোনো লড়াই||