যদি আজ স্বপ্ন ডাকে আকাশ পানে
               বাজে প্রাণের বাঁশি,
তবে কালো মেঘেও রোদ ফুটবে
          সূর্য দেবে হাসি|
পিছিয়ে পরা দিন গুলো সব
              ভুলিয়ে দেবো হেসে;
দুঃখের পরে সুখ এসেছে
           মলিন অবকাশে|
গাছে গাছে ফুল ধরেছে
          রং লেগেছে খেতে,
প্রজাপতি মেলছে ডানা
           ফুলের গন্ধে মেতে|
নতুন সকাল আসছে আবার
            পুরোনো রয়েছে পিছে,


এক সাথে সব চলব আবার
        দ্বিধা দ্বন্দ্ব মুছে|