বৈশাখ শুরু        মেঘ গুরু গুরু
    গগনে গরজে মাতিয়ে তাল|
ফুরফুরি হাওয়া      গায়ে জামা দেওয়া
      নেইকো ঘরের মাথার চাল||
শো শো শো       বন বন বন
   এত হাওয়ার বেগ|
দেখতে দেখতে  হাজির হল
       আকাশ জুড়ে মেঘ||
বৈশাখি ঝড়    ভেঙে দিলো ঘর
      কতনা দুঃখের খেলা|
দিন বদলায়     রাত বদলায়
      আবার বিকেল বেলা||
মাঠ ডুবু ডুবু     চাষীরা চুবু
   মেঘ ভর্তি জলে|
মেঘ কাটিয়ে   বুক ফাটিয়ে
     গেলো আজ সে চলে||
রাস্তার পাশে   শূন্য আকাশে
   দাঁড়িয়ে নীরব লোক|
সব চলে গেলো   রইলোনা কেউ
   এই আজ তারই শোক||
মনে ভয় ভয়      কিছু সংশয়
    আবার এসেছো নাকি?
না না না   আমি আর নেই
     দূরন্ত বৈশাখি||