বৈচিত্রময় পৃথিবীতে
      মানুষের কষ্টের অন্ত নেই,
কখনো আমার চোখেই জল এসে যায়||
যখন হাটি রাস্তার পাশে
         কিংবা রেল ব্রিজের উপরে,
তাকিয়ে দেখি অসহায় মানুষগুলো পরে আছে||
কনকনে শীতেও হালকা পোশাক তাদের
     নেই শীত কাটানোর বিছানা,
তবু ওদের খবর কেও রাখেনা||
   প্রিয় জনের কটু কথা অন্তরে আঘাত দেয়
কিন্তু এ মানুষগুলোর চোখের জল কি মূল্যহীন?
আমাদের অসুখ দুঃখ যন্ত্রণা
  কাউকে বলে তো শান্তি পায়|
মায়ের ভালবাসা ভুলিয়ে দেয় কষ্টোগুলো;
কিন্তু রেল ব্রিজের মানুষগুলোর?
   কোথায় তাদের মা বাবা?
তাদের দুঃখের কথা কাকে বলবে ওরা?
   ওরা ভিক্ষা চায় তাই ওরা ভন্ড
ওদের কি বাঁচার অধিকার নেই!
তোমরা ওদের ভন্ডামিটাই দেখতে পাও
      দেখতে পাওনা ওদের কষ্টোটা||
যারা সারাটা দিন ঝড় বাতাসে-
     খেয়ে না খেয়ে থাকতে পারে
তারা কি মানুষ উপাধি পাওয়ার
           যোগ্য নয়|