যখন সূর্য বেয়ে নীল আকাশে
        শরদের মেঘ আসে,
মনটা তখন বেরিয়ে বেড়ায়
        ছুটির কাশে কাশে|
বেরিয়ে বেড়ায় রং  বে-রঙের
    ছোট্ট পাখির ছানা,
উড়িয়ে তাদের ছোট্ট পালক
     কচি দুটি ডানা|
আমার তখন ইচ্ছে জাগে
   বেরিয়ে পড়ি ছুটির মেঘে,
যদি না করে কেউ মানা!
রাত্রি বেলায় দূর আকাশে
  চেয়ে যখন দেখি,
অল্প ক্ষণেই পেরিয়ে যাবে
     চারটি দিনের ছুটি|
মনটা তখন নতুন করে
    আবার কিছু ভাবে,
মেলবো ডানা নীল আকাশে
   আবার ছুটি যেদিন হবে|