অধস্তন এক প্রাণী
  ***প্রদীপ চৌধুরী***


দেখেছো জ্যোৎস্নার স্নিগ্ধ আলো
    দেখেছো চাঁদের প্রভা?
আছে কি সেথা শান্তি কোনো
     আছে কি সুখের শোভা?


হয়তো সেথা থাকতে পারে
      হাজার হাজার সুখ!
কিন্তু এদের সুখ কোথায়
যেথা চক্ষু কাঁদে, ক্ষুধিত থাকে মুখ|


এ চোখে কি স্বপ্ন আসে
      হৃদয়ে আসে কি গান?
অবহেলিত মানুষ গুলোর
      স্তব্ধ যেথা প্রাণ|


তাই এরা আর স্বপ্ন দেখে না
       শোনে না শান্তির বাণী,
সমাজ এদের তৈরি করেছে
       অধস্তন এক প্রাণী|