আলো ফোটাও
***** প্রদীপ চৌধুরী******


এক ভুবনেই বাস আমাদের
        আমরা এক মাটিতে গড়া,
তবু কেনো বিভেদ হেথায়
     বঞ্চিত হয় তারা|


জাতের কালি লাগিয়ে গায়ে
         ছোটো বড়ো বিভেদ করো,
তাইতো বলি সভ্য মানুষ
    বিবেক তোমার অনেক বড়ো!!


    ভুলে গেছো বিবেকানন্দের বাণী
  ভুলে গেছো ঐক্যের তান,
মনে আছে কি নজরুলকে
   যেথায় এক করেছে হিন্দু- মুসলমান|


জগত এখনো ডুবে আছে
    গভীর অন্ধকারে,
আলো ফোটাও এই জগতে
   মুক্তি দাও তারে|