বাঁচার অধিকার
***প্রদীপ চৌধুরী***


মাথা তুলে বাঁচতে কে না চায়
তবু অনেকেই মাথা তুলতে পারেনা
অবহেলা অপমানে মাথা ভারি হয়ে যায়|
তাই চোখ তুলে আকাশের সূর্য দেখা হয়না|
সবার কাছেই মাথানত করতে হয়..
চোখের জলের দাম নেই কারো কাছে|
এটাই মানবিকতাহীন মানব সমাজ..
এ সমাজে কেউ কারো নয়..
পরাধীনতার বেড়া জাল এখনো রয়ে গেছে
শুধু যুক্ত হয়েছে সমাজের আইন মাথায়
ভারি মাথা নিয়েও একটাই দাবি....
একটু বাঁচার অধিকার|