এক চিলতে রোদ্দুর
*** প্রদীপ চৌধুরী ***
ভাবো তুমি আজ একলা, একান্ত
কোনো পথিকের পথ চেয়ে বসে আছো|
অনেক ভালবাসা একদিন বয়ে গেছে
      তোমার - অশ্রু ছুঁয়ে
তারপর কখন অভিমানের মেঘ উঠেছে
       হৃদয়ের গগনে
     যা তোমারো আজানা|
  যদি এমনটাই হয় ভাবো
   তুমি নিরাশ, বিষাদ মনে
একবিন্দু বৃষ্টির আশায় বসে আছো|
  তারপর কোনো এক জাদুতে
অভিমানের মেঘ ফুটে যদি নেমে আসে
তোমার হাতে এক চিলতে রোদ্দুর|
সেদিনও কি তুমি অভিমানের প্রহর গুনবে?
যখন এক চিলতে রোদ্দুর তোমার কানে সান্ত্বনা দেবে|