সময়ের সাথে চুম্বন ক্রমশঃ স্মৃতিতে ঘনায়
স্মরণ রোমন্থনে এখনো শরীর ভাষা পায় ।


স্তনবৃন্ত, বাহুমূলে জমে থাকা কাম
দূরস্বপ্ন; কবে যেন শেষ দেখা জঙ্ঘায়
বিন্দুবিন্দু ঘাম ।।


একত্র চলন,বলন,শয়ন ।
সুখস্মৃতি
চানঘরে কামুক রমণ।


এখন শরীর চায়; এখনো শরীর চায়
স্নেহের স্পর্শ।
কোন অবহেলায়
ফেলে দেওয়া ভিক্ষা নয়। যদিও বা তা
বার বার নিয়েছে মেটাতে
শরীরের সাময়িক ক্ষুধা ।


শিক্ষিত মনন পরে বিদ্রোহ করে
অপারগ শরীর সময় অসময়ে
শরীর মেলাতে চায় ।


ঘুমে জাগরণে শরীর ক্রমশঃ বড় হয়ে ওঠে
নাভিমূলে হাত যায়; ওষ্ঠ খোঁজে ওষ্ঠের ভাষা।
ঘুমঘোরে স্তনবৃন্তে গভীর চুম্বন
আঁকা হয়ে যায় ।
বিস্ময় ।।