আজকে আমার মনের ভিতর
চলছে প্রচুর গ্র্যামাটিকাল হাঁচড় পাঁচড়।


সমাসোক্তি, অনুপ্রাস,
চ্যবনপ্রাশ।
কারক বিভক্তি, সন্ধি সমাস
কৃৎ প্রত্যয়,
শেষ নিঃশ্বাস।


নিপাতনে সিদ্ধ, প্রপরারি উপসর্গ
জীবনের সেই বিশেষ পর্ব।


নঞ তৎপুরুষ, বহুব্রীহি, একদেশী
ঘিভাত, দেশী না বিদেশী ?
সমার্থক ,অনুনাদের অনুপ্রাস
ভাবসম্প্রসারন! উরিব্বাস।


ভাল করে জান তৎসম না তদ্ভব
তবেই কর্পোরেটে
চাকরি সম্ভব।


বিশেষ্য না বিশেষণ?
ভাবার্থ, এক কথায় প্রকাশ
এসব জানা হলে তবেই


নীল হবে পূবের আকাশ ।।