এসো মাসি,এসো মেসো
  এখানে, আমার পাশে বোসো
            বল কী কী খেতে চাও ?
   তন্দুরি না নান খাবে?
   সঙ্গে য়ার কি কি নেবে?
          নাকি নেবে শাহী পোলাও ?


দিনশেষে রুজি আনে
সব জোটে এই খানে
         ভাবে কী খাবো, কি কি খাবো।?
সকলে সমস্বরে
প্রয়োজন হলে পড়ে
        ডাক ছাড়ে -নবো,এই নব।।


সাদা জামা খানসামা
আমাদের নবমামা
       এখানে অনেক দিন আছে ।
বাড়ি ছিল হাওড়াতে
ভেসে গেছে বন্যাতে
      সেই থেকে এখানেই বাঁচে।।


বউ ছেলে ভেসে গেল
সঙ্গে মা বাবাকেও নিল
           ১৯৭৮ সাল।
পূজোর সময় সেটা
বোনাস পেয়েছে সবে
       নবর খুলেছে কপাল।।


রাতের বেলায় শুরু
গুড় গুড় গুরু গুরু
       ডিভিসির জল নাকি ঢোকে।
যে যে ছিল যেইখানে
জড়ো সব এক কোনে
      ভয় চেপে ধরে, মুখে, চোখে।।


নব বেগতিক দেখে
বাড়ির বাইরে ছোটে
        সন্ধানে উঁচু কোন ভূমি।
সে সময়ই হুড়হুড়
জল ঢোকে সমুদ্দুর
          মিলে মেশে জল আর জমি।।


কোনমতে যদি পাওয়া যায়,  
বৌ,ছেলে, মা, বাবা ঘর।
      জলেতে ঝাঁপিয়ে পড়ে, দ্রুত সাঁতরায়
চারপাশ থইথই, জল শুধু জল
কলরব কলকল
       নব জ্ঞান হারায়...।


সেই থেকে এইখানে
হোটেলের এক কোনে
              ৬ বাই ৬ তার সব।
ভোর সকাল থেকে রাত বারোটা
এ টেবল ও টেবল ছোটা
                সেই ছোটে, নাকি নবর শব।।