ভেবেছিলাম ঝড়ে সাঁকোটা ভেঙ্গে যাবে।
জল তেমন ফুঁসে উঠল কই ?
চারধারে টিকে থাকা হলুদ ফুলের গুচ্ছ য্থাস্থানে ; শুধু
              ঝড় উঠল না ।


উঠোনের কোনে জমে থাকা নির্লজ্জ শুকনো পাতারা
চিত্রাপৃত হয়ে একই স্থানে ।
উড়ে গিয়ে কোন নতুন পাতা
          ওখানে ঘর বাঁধল না ।


ভেবেছিলাম নব পুষ্পে,কিশলয়ে
          ম ম করবে বাতাস !


ল্যাম্পপোস্টের নড়বড়ে খুঁটি ভেঙ্গে
যদিও অন্ধকার নেমে এল ।
জমে ওঠা অন্ধকারেও সে জড়িয়ে ধরল না
আমার আঙুল ।অরণ্য জুড়ে আর  
              ঝড় উঠল কই !


প্রোষিতভতৃকার বিষণ্ণ বুকে ঢেউ দিল না কেউ ।


নবীন ছাত্রের কাছে
খসতে গিয়েও খসল না
সযত্নে লালিত তৃষ্ণার সুদীর্ঘ
                  দীর্ঘ আঁচল।


অন্ধকার ছিড়ে তবু
       ঝড় আর এল  না ।