সাবানের গন্ধ যেন মুছে গেছে কবে।
শরীরের থেকে, নিদ্রার নীরবে।
বিচ্ছিন্ন শতছিদ্র তোয়ালে হাতে নিয়ে
খিদে পায় ।
বিশুষ্ক,অনিদ্র মননে শুধু
ক্ষুধার অস্তিত্বই স্থির হয়ে আছে।
প্রেম নেই, ছিল নাকি কোনদিন ?
কর্মচ্যূত,শরীরে অসংখ্য ব্যথা,
শুধু জায়মান ক্ষুৎ পিপাসা;
পিশাচের মতন, সমস্ত অস্তিত্ব জুড়ে
সর্বনাশী,সর্বগ্রাসী,রাক্ষসী ক্ষুধা।
জীবন যাপনের মায়াময় কোন
অর্থ নেই আর।
পিচ্ছিল সাবানেও পশ্চাৎ্পথ
হবে না পরিষ্কার। তবু বেঁচে থাক ক্ষুধা
যৌনতাকেও পিছে ফেলে;
প্রতিকূল অবস্থাতেও সে
হাহাকার করে আসে।