দিনের শুরুতে বলি গুড মর্নিং
দিনের শেষে গুড নাইট,
একুশে ফেব্রুয়ারি করি মোরা
মাতৃভাষার জন্য ফাইট।

পথে দেখলেই হাই! হ্যালো!
নমস্কারে নেই রুচি,
শুট বুট টাইয়ের বাঙালি আজ
ধরতে ভুলেছি কুচি।

নামছি পথে, গাইছি গান
শহীদ বেদীতেও দিচ্ছি মালা,
তবু,স্মার্টনেশ নেই বাংলা ভাষায়
সারাবছর বলায় ভীষণ জ্বালা।।

মম-ড্যাড আন্টি-আংকেল
স্যার-ম্যাডাম শুনতে ভারি মিষ্টি,
বাংলা মিডিয়ামে ঝুলিয়ে তালা
ইংলিশ মিডিয়ামের বাড়াই লিস্টি।

পটকা ফাটাই কোমর দোলাই
নিউইয়ারে ভিড় জমাই পথে,
বাংলা সাল, বাংলা তারিখ
দাদা,ক্যালেন্ডারেই বাঁচে কোনো মতে।