মাতৃভাষা বাংলা ভাষা
আমার সম্মান,
দুঃখ ব্যথা প্রাণের কথা
বাংলাতে গাই গান।

প্রথম শেখা প্রথম লেখা
প্রথম মা মা ডাক,
বাংলা মানে প্রেমের টানে
হাজার চিঠির ঝাঁক।

আমার ভাষা ভালোবাসা
রূপসী তার রূপ,
ভাষার তরে সবাই লড়ে
কেউ থাকে না চুপ।

প্রাণের ভাষা লক্ষ আশা
বীরের রক্ত দাগ,
একই নাড়ি কঠিন ভারি
করতে চাওয়া ভাগ।

রত্ন রাশি মুখের হাসি
নক্সী কাঁথার মাঠ,
সকাল সাঁঝে হৃদয় মাঝে
সরল সহজ পাঠ।

অতুল প্রতুল রবি নজরুল
গর্ব ভরা বুক,
সকল শাখায় সকল পেশায়
প্রথম সারির মুখ।