বইমেলাতে যাওয়ার হিড়িক
ফ্রী-তে ঠেলা গুঁতো ,
বই কেনাটা শখের ব্যাপার
পেট পুজোটাই ছুঁতো।

হরেক সাজে সেলফি তোলা
প্রেমের ছড়াছড়ি,
দেশ আনন্দে ঢোকাই স্ট্যাটাস
বইটা নাই বা পড়ি।

নামি দামি লেখক চিনি
লেখা নাই বা বুঝি,
ভূত রহস্য অ্যাডভেঞ্চারেই
শেষ হয়ে যায় পুঁজি।

নবীন লেখক ভালো লেখে
কি এসে যায় তাতে?
নামেই কদর দেখবে সবাই
সাজবে শোকেসটাতে।

লিটিল ম্যাগের স্টলগুলো সব
রাখে আসন পেতে,
তবু সবাই কেবলই চায়
পাশ কাটিয়ে যেতে।

ভিড়ের মাঝেই ব্যতিক্রমী
কিছু মানুষ ঘোরে,
বইমেলাতে মেলা বইয়ে
জহুরীর বেশ ধরে।

সঠিকটাকে তারাই খোঁজে
রিভিউ লেখে খাসা,
পরের বছর বইমেলা যে
সেই বইয়েতেই ঠাসা।

এমন ভাবেই নেটের যুগে
বইমেলা রয় বেঁচে,
গুণে না হোক রূপের জোরেই
কাব্যরস নেয় সেচে।