বর্ষা মেঘের সাথে ছিল
আমার ভীষণ আড়ি,
যখন তখন অঝোর ধারা
বড্ড বাড়াবাড়ি।


বিকেলবেলা খেলার সময়
যেই না যেতাম মাঠে,
মেঘের আওয়াজ সে কি ভীষন
খেলা উঠতো লাটে।


স্কুলের পথে যাওযার সময়
রোদের গড়াগড়ি,
তারপরেতেই আকাশজুড়ে
মেঘের দখলদারি।


টিভি দেখার সময় হলেই
গর্জে উঠতো রাগে,
সঙ্গে ছাতা ভুললে নিতে
টের পেত সে আগে।


বড় হওয়ার সাথে সাথেই
স্থান পেল সে  মনে,
তার ডাকেতেই প্রেমের ধারা
ঝরলো কদম বনে।


আজকে সে মেঘ সঙ্গী আমার
সব কথা সে বোঝে,
জলে ভেজা চোখের পাতা
তাকেই কেবল খোঁজে।


জীবন যখন ডুবতে থাকে
পরাজয়ের মাঝে,
পাশে এসে সে দাঁড়ায় তখন
আঁধার রঙের সাজে।