একটা ছোট্ট নদী
কোপাই তার নাম,
সুন্দরী তার রূপ
দুই পাশে দুই গ্রাম।

ভালোবাসায় ঘেরা
সোনা বালির চর,
গাছ গাছালি ভরা
মাটির কুঁড়ে ঘর।

সারি বেঁধে থাকা
ছোটো বড়ো গাছ,
নিত্য চলে সেথায়
দোয়েল ফিঙের নাচ।

কান পেতে যায় শোনা
মেঠো গানের সুর,
জলের স্রোতে খেলে
রবি শশীর নূর।

বর্ষা শেষে সাজে
স্বপ্ন সবুজ ক্ষেত,
শরৎ শোভা বাড়ায়
পূত কাশের শ্বেত।

শীতকে বরণ করে
শিশির ভেজা ঘাস,
মাটির বুকে ঘুমায়
অজানা ইতিহাস।