আকাশ ভরা জোনাকির দল
হাসছে মিটিমিটি,
মেঘ যেন তার ঝোলায় ভরে
বইছে হাজার চিঠি।

চাঁদের আলো উঠছে মেতে
মুক্তির গানে গানে,
দখিন বাতাস খেলবে বলে
ডাকছে কানে কানে।

নীড়ের বাঁধন ছিন্ন করে
নীল আকাশের মাঝে,
ছুটে বেড়ায় তাই যে পরান
অপরূপ এই সাঁঝে।