তুমি শুধু পথে নামবে
আমি এনে দেবো কোজাগরী চাঁদ,
মুছে যাবে সব অন্ধকার।

তুমি শুধু পথে নামবে,
আমি এঁকে দেবো রক্তিম সূর্য,
নবজাগরণের আলোকে শুরু হবে বিদ্রোহ।

তুমি শুধু পথে নামবে,
আমি খুঁজে দেবো ধ্রুবতারা,
সহজেই নির্ণীত হবে সঠিক পথের হদিস।

তুমি শুধু পথে নামবে,
আমি হয়ে উঠবো তোমার রক্ষাকবচ,
উন্নত শিরে পৌঁছে দেবো তোমার বিজয় লক্ষ্যে।

তুমি শুধু পথে নামবে,
তোমার অপেক্ষায় থাকবে রথ,
অগ্রগতির সূচক স্পর্শ করবে এভারেস্টের চূড়া।

তুমি শুধু পথে নামবে,
সাহস দেখাবে,স্বপ্ন দেখবে স্বাধীনতার
আমি এনে দেবো নতুন দিন।