কেন চাই আমি আজ পিতৃ পরিচয়?
জানতেও চাইলে না একবার তুমি,
এই পৃথিবীর বুকে পিতৃ পরিচয়
বাঁচার জন্য অনেক অনেক তা দামী।


কত গঞ্জনা যন্ত্রণা সহ্য আমি করি
চলতে প্রতিনিয়ত পরিচয় ছাড়া,
কথায় কথায় শুনি  শুধুই বেজন্মা
বেদনায় মরি আমি হই দিশেহারা।


আড়ালে অশ্রু ঝরাই দেখেনি কেউ তা
দিন দিন বাড়ে ব্যথা ছাড়ায় তা মাত্রা,
তাই আজ করি দাবী দাও পরিচয়
বাঁচাও ধরার বুকে আমায় এ যাত্রা।


সাড়া দেয় পিতা মোর বারি ঝরে চোখে
জড়িয়ে ধরে পিতাজি টেনে নেয় বুকে।